বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কোভিড মহামারীর কারণে আরো ১২টি দেশ ভ্রমণ নিষিদ্ধ করল ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২, ২০২১ 

news-image

এ নিয়ে কোভিড মহামারীর কারণে ২৪টি দেশে  ভ্রমণ বাতিল করল ইরান। দেশটির ডেপুটি টুরিজ্যম মিনিস্টার ভালি তেইমোরি জানান, কোভিড মহামারীতে উচ্চ ঝুঁকি থাকার কারণে সর্বশেষ ১২টি দেশ সফর বাতিল করেছে ইরান যাতে কোভিডের নতুন কোনো ভ্যারিয়েন্ট ইরানের সংক্রমণ ঘটাতে না পারে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এসব দেশ ভ্রমণ বা এসব দেশ থেকে ইরানে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। তবে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বেলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র থাকলে সেক্ষেত্রে ভ্রমণ হবে ব্যতিক্রম। এক্ষেত্রে তাদের স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র পরীক্ষা করে দেখা হবে। সর্বশেষ যে ১২টি দেশ সফর নিষিদ্ধ করল ইরান সেগুলো হচ্ছে বতসোয়ানা, ব্রাজিল, সাওতিনি, ভারত,অসুতো, মালাভি, মোজাম্বিক, নেপাল, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। এর আগে মন্ত্রী জানান বর্তমানে যে ভ্যাকসিন দেওয়ার পর ইরান ভ্রমণের ক্ষেত্রে পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মেহর