শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোভিড নিয়ন্ত্রণে শীর্ষ ৬ দেশের মধ্যে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২২ 

news-image
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের শীর্ষ ছয়টি দেশের মধ্যে রয়েছে ইরান। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি একথা জানান।তিনি বলেন, আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞান একটি গভীর ও প্রাচীন বিজ্ঞান। আজ নিঃসন্দেহে আমাদের এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী স্বাস্থ্য খাত রয়েছে। আমরা কেবল আমাদের নিজস্ব সম্প্রদায়ের চাহিদাই মেটাতে সক্ষম হয়েছি তাই নয়, এই অঞ্চলের দেশগুলিও তাদের চিকিৎসার জন্য আমাদের কাছে আসে।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে প্রতিদিন ৭শ জনের বেশি মৃত্যু হয়েছে। কিন্তু স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং জনগণের সহযোগিতায় দ্রুত টিকাদান করা হয়। ইরান বিশ্বে জনসংখ্যা প্রতি টিকা দেওয়ার রেকর্ড করেছে। সূত্র: তেহরান টাইমস।