সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোপা ইন্টারকন্টিনেন্টাল ডি সেলেকোয়েসে ইরান রানার্স-আপ

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২৫ 

news-image

কোপা ইন্টারকন্টিনেন্টাল ডি সেলেকোয়েসে রোববার ৩-০ গোলে ব্রাজিলের কাছে হেরে রানার্স-আপ হয়েছে ইরান। ব্রাজিলের হয়ে লক্ষ্যভেদে ছিলেন ফেলিপে ভ্যালেরিও এবং নেগুইনহো (দুটি গোল)।
গ্রিনল্যান্ডকে ৬-৪ গোলে হারিয়ে আফগানিস্তান তৃতীয় স্থান অধিকার করে।

ইরান এর আগে টুর্নামেন্টে ব্রাজিলের কাছে ৫-২ গোলে পরাজিত হয়। তবে দেশটি গ্রিনল্যান্ডকে ১১-২ এবং আফগানিস্তানকে ৪-৩ গোলে পরাজিত করে।

প্রতিযোগিতাটি ৫ থেকে ৯ মার্চ ব্রাজিলের সাও হোসে দোস পিনহাইস (পারানা রাজ্য) এর গিনাসিও ডি এস্পোর্টেস ই লেজার ম্যাক্স রোজেনম্যানে অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস