সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কৃষি খাতের বৈজ্ঞানিক উৎপাদনে বিশ্বে ১৩তম ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২৩ 

news-image
ইরানের কৃষি উপমন্ত্রী জানিয়েছেন, কৃষি খাতে বৈজ্ঞানিক উৎপাদনের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে তার দেশ ১৫তম অবস্থান থেকে দুই ধাপ উন্নতি করে ১৩তম স্থানে চলে এসেছে।
কৃষি গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ সংস্থার (এআরইইও) প্রধান মোজতবা খৈয়াম নেকাউই সোমবার এই কথা বলেন। তিনি কৃষি খাতে বৈজ্ঞানিক উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
দেশের খাদ্য নিরাপত্তার টেকসইতাকে কৃষি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করে এআরইইও প্রধান বলেন, জ্ঞানভিত্তিক হওয়া এবং উৎপাদনশীলতা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
তিনি বলেন, কৃষি খাতে দেশের বৈজ্ঞানিক উৎপাদনের ২৫ শতাংশেরও বেশি এআরইইও-এর অন্তর্গত। এর ফল কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রত্যক্ষ করা যেতে পারে। সূত্র: মেহর নিউজ