কুয়েতে কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ইরানের মেহদি
পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/04/2762368.jpg)
কুয়েতে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ক্বিরাত ও তারতিল বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরানের মেহদি গোলাম নেজাদ। এই বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মালয়েশিয়ার প্রতিনিধি ইজরা বিন আব্দুল হক এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিনিধি হামজা রাওয়াশ। বুধবার ফার্সি সংবাদ সংস্থা এফএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত ১০ এপ্রিল কুয়েতের ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়। আর তা শেষ হয়েছে গতকাল বুধবার ১৮ এপ্রিল। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার।
প্রতিযোগিতাটি ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়। দশ ক্বিরাতের কুরআন হেফজ, সম্পূর্ণ কুরআন হেফজ এবং ক্বিরাত ও তারতিল বিভাগের প্রথম স্থান অর্জনকারীদের তালিকা গতকাল ১৮ এপ্রিল প্রকাশ করা হলেও আজ প্রত্যেক বিভাগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছিলেন।
‘কুয়েত অ্যাওয়ার্ড’ খ্যাত এ ৯ম প্রতিযোগিতায় বিশ্বের ৭৯টি দেশের ১৩০জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। সূত্র: তেহরান টাইমস।