কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৭
২০১৭ কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছে ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দল। টুর্নামেন্টে সর্বমোট তিনটি ব্রোঞ্জ পদক জয়লাভ করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ২১ থেকে ২২ আগস্টের খেলায় এ জয় ঘরে তোলে ইরানের গ্রেকো-রোমান টিম। এতে বিভিন্ন দেশ থেকে ৫৪টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট শেষে ইরান সর্বমোট তিনটি ব্রোঞ্জপদক ঘরে তুলতে সক্ষম হয়। সর্বমোট ৩৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থান অর্জন করে ইরানি কুস্তিগীররা।
ইরানি টিম থেকে মোহাম্মাদ আলী গেরায়ি ৭১ কেজি ওজন-শ্রেণিতে, সাইদ আবদেভালি ৭৫ কেজি ওজন-শ্রেণিতে ও হোসেইন নুরি ৮৫ কেজি ওজন-শ্রেণিতে পদক জয় করেন। অন্যদিকে, ইরানের মোহাম্মাদ ইলিয়াসি ৬৬ কেজি ওজন-শ্রেণিতে ৬ষ্ঠ হয়েছেন।
এছাড়া রাশিয়া ৪৬ পয়েন্ট (দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক) নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এরপরেই ইরান ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান এবং তুরস্ক, জর্জিয়া, জার্মানি, আর্মেনিয়া যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ হয়েছে। – সূত্র: মেহের নিউজ।