কাসেম সোলাইমানিকে নিয়ে কবিতাসমগ্র প্রকাশ
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২০
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুর্দস ফোর্সের প্রয়াত প্রধান কমান্ডার কাসেম সোলাইমানিকে নিয়ে একটি কবিতাসংগ্রহ প্রকাশিত হয়েছে। সম্প্রতি ‘দ্যা ফীনিক্স অব কুর্দস’ শিরোনামে কবিতাসমগ্রটি প্রকাশিত হয়েছে বলে খবর তেহরান টাইমসের।
শহীদ কাসেম সোলাইমানিকে নিয়ে লেখা কতিবাসমগ্রটির প্রকাশনা প্রতিষ্ঠান খাতে মোকাদ্দাম পাবলিশিং হাউজ। বইটিতে আলিরেজা কাজভেহ, মোহাম্মাদরেজা তাহমাসবি, আালি দাভুদি ও ইরানের অন্যান্য ডজনখানেক কবির কবিতা স্থান পেয়েছে।
‘দ্যা ফীনিক্স অব কুর্দস’ এ কবি কাজেম রোস্তামির কবিতা প্রকাশিত হয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, হাজি কাসেমের শাহাদাতের অল্প সময় পরেই আমরা তার জন্য কিছু করতে একত্রিত হয়েছিলাম।
তিনি বলেন, ওই সময় প্রত্যেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড ও হাজি কাসেমের প্রাণহানির ঘটনায় তাদের ঘৃণা ও অনুশোচনা প্রকাশ করতে চেয়েছে। আমরাও কবিতার ভাষা ও ছন্দময় শব্দে প্রতিবাদের কাজ শুরু করেছি। ‘দ্যা ফীনিক্স অব কুর্দস’ আমাদের এই একতাবদ্ধ প্রচেষ্টার ফল।
কাসেম সোলাইমানি গত ৩ জানুয়ারি বাগদাদে আমেরিকার বিমান হামলায় শাহাদাত বরণ করেন। সূত্র: তেহরান টাইমস।