কাশানের গোলাপ জল রপ্তানিতে বছরে আয় ১৪ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: মে ৮, ২০১৭

ইরানের কাশানে বছরে যে ২ হাজার টন গোলাপ জল ও তেল উৎপাদন হয় তা রপ্তানি করে আয় হয় ১৪ মিলিয়ন মার্কিন ডলার। এ গোলাপ জল ও তেল পারস্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও ইউরোপে রপ্তানি হয়।
কাশান শহরের গভর্ণর হামিদ রেজা মোমেনিয়ান জানান, ৭ হাজার টন গোলাপ ফুল থেকে ২ হাজার টন গোলাপ জল ও তেল উৎপাদন করা হয়। মধ্য ইরানে আড়াই হাজার হেক্টর গোলাপ বাগান থেকে আসে এসব গোলাপ। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন