শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারাতে ১-প্রিমিয়ার লিগে সোনা জিতেছেন ইরানের সারা বাহমানিয়ার

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৫ 

news-image

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২০২৫ কারাতে ১-প্রিমিয়ার লিগে স্বর্ণপদক জিতেছেন ইরানের সারা বাহমানিয়ার।
তিনি নারী কুমিতে -৫০ কেজির ফাইনাল ম্যাচে স্বদেশী মাসুমে মোহসেনিয়ানকে ৬-৩ পয়েন্টে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন।

এছাড়াও, ইরানের আলী মেসকিনি পুরুষ কুমিতে -৬০ কেজির ব্রোঞ্জ পদক ম্যাচে আলবেনিয়ান ক্রীড়াবিদ অর্গেস আরিফিকে ৯-৬ পয়েন্টে হারিয়েছেন।

২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭০টি দেশের প্রায় ৪০০ জন ক্রীড়াবিদ এই মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নেন।

চীনের হাংঝো শহরে ১৪ থেকে ১৬ মার্চ ২০২৫ কারাতে ১-প্রিমিয়ার লিগ মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্যারিসে অত্যন্ত সফল উদ্বোধনী ইভেন্টের পর এই টুর্নামেন্টটি বিশ্ব মঞ্চে কারাতে প্রতিভার আরও একটি রোমাঞ্চকর প্রদর্শনের প্রতিশ্রুতি দেয়। সূত্রঃ তেহরান টাইমস