মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারাতে লীগে ইরানি নারীর স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০১৯ 

news-image

২০১৯ কারাতে ১-প্রিমিয়ার লিগে স্বর্ণপদক জিতল ইরানের নারী অ্যাথলেট সারা বাহমানিয়ার। জাপানের টোকিওতে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

বাহমানিয়ার ক্রোয়েশিয়া, মালয়েশিয়া ও জাপানের প্রতিপক্ষদের পরাজিত করে কোয়ার্টারফাইনালে পৌঁছে যান। কোয়ার্টারে উজবেকিস্তানের প্রতিপক্ষকে পরাজিত করে

সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন ইরানি এই নারী অ্যাথলেট। অতঃপর সেমিতে তিনি চীন তাইপের প্রতিপক্ষ সু-পিং কুকে ৫-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন।

সারা বাহমিয়ার নারীদের ৫০ কেজি ওজন-শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জিতেন। ফাইনালে তিনি ফ্রান্সের আলেক্সজান্দ্র রেচিয়াকে ৫-১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সোনার মেডেল ঘরে তোলেন।

পুরুষদের ৭৫ কেজি ওজন-শ্রেণিতে ইরানের বাহমান আসগারি দুটি ব্রোঞ্জ মেডেল জিততে সক্ষম হয়েছেন। তিনি জার্মানের প্রতিপক্ষকে ৫-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ জেতেন। ইরানের পক্ষে দ্বিতীয় ব্রোঞ্জ জেতেন মাজিদ হাসান নিয়া। তিনি পুরুষদের ৬০ কেজিতে এই পদক জেতেন। সূত্র: মেহর নিউজ এজন্সি।