কাবুলে পণ্য প্রদর্শনীতে ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানি
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১
আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেলায় অংশ নেবে ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো। মেলার কৃষি, ওষুধ ও স্বাস্থ্য, শিল্প ও খনি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের চারটি প্যাভিলিয়নে কোম্পানিগুলো তাদের সর্বশেষ পণ্যসামগ্রী প্রদর্শন করবে।
আফগানিস্তানের রাজধানীতে আগামী মাসে যৌথভাবে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইরান জাতীয় উদ্ভাবন তহবিলের (এনডিএফআই) উপপ্রধান সিয়াভাশ মালেকিফারদ এই তথ্য জানান।
তিনি জানান, কাবুলের বিশেষায়িত এই প্রদর্শনী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আফগানিস্তানকে ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর পণ্য ও সেবার সম্ভাবনাময়ী বাজার হিসেবে উল্লেখ করেন এই কর্মকর্তা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।