কাবাডি বিশ্বকাপে ইরানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/10/kabadd-01i-1.jpg)
ইরানকে হারিয়ে ফের কাবাডি বিশ্বকাপ জিতে নিল ভারত। এই নিয়ে কাবাডিতে টানা তিনবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট উঠল ভারতের মাথায়। আর তিনবারই রানার্স আপ হয়েছে ইরান।
শনিবার ভারতের আহমেদাবাদে ফাইনালে একটা সময় ইরানই এগিয়ে যায়। হাফ টাইমে ইরান এগিয়ে ছিল ১৮-১৩তে। কিন্তু এরপরই দারুণভাবে ভারত ম্যাচে ফিরে আসে।
ম্যাচ যত শেষের দিকে এগিয়েছে ভারত ততই চাপ বাড়িয়েছে ইরানের ওপর। শেষ অব্দি ভারত ৩৮-২৯ পয়েন্টে হারিয়েছে ইরানকে। সূত্র: তেহরান টাইমস