বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতারি উৎসবে ইরানি ছবি ‘ফল্ট লাইন’

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৯ 

news-image
কাতারের আজইয়াল চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ফল্ট লাইন’। ছবিটি লেখা, পরিচালনা ও প্রযোজনা করেছেন সোহেল আমিরশারিফি। দোহায় ১৮ থেকে ২৩ নভেম্বর উৎসবের এবারের সপ্তম পর্ব অনুষ্ঠিত হবে।  
 
‘ফল্ট লাইন’ দেখানো হবে উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে। এক স্কুলছাত্রীর গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।ওই ছাত্রীর মোটরসাইকেল দুর্ঘটনায় হাত ভেঙে যায়। কিন্তু হাত ভাঙার কারণ হিসেবে সে নতুন এক কাহিনি দাঁড় করায়।
 
১৫ মিনিটের চলচ্চিত্রটি ৭ দেশের ১১টি ছবির সাথে দেখানো হবে। এতে অভিনয় করেছেন অরণ এহসেই, খোরশিদ চেরাগীপুর, মাহুর মিরজানেজাদ, সিয়ামাক এহসেই, আজাদ শাহমিরি, পানিজ বারজালি, বারান চেরাগীপুর এবং তাবসকম জামালপুর।
 
২০১৮ সালের তৈরি ছবি ‘ফল্ট লাইন’ অক্টোবর অনুষ্ঠিত ৬৩তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
 
‘‘ফাইন্ড ফিল্ম ফাইন্ড লাইফ’’ স্লোগানে এবারের উৎসবে ৩৯টি দেশের ৯৬টি চলচ্চিত্র দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।