মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতারকে হারিয়ে জর্ডান ফুটবল টুর্নামেন্ট জিতেছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০২৩ 

news-image

কাতারকে ৪-০ গোলে হারিয়ে জর্ডানের চার দেশের টুর্নামেন্ট জিতেছে ইরানের জাতীয় ফুটবল দল।মঙ্গলবার রাতে আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১০ মিনিটে টিম মেল্লি চারটি গোল করে।

৬৯ মিনিটে ইরানের হয়ে গোলের সূচনা করেন হোসেন কানানি। ৭৩তম মিনিটে আলিরেজা জাহানবাখশ ২-০ গোলে এগিয়ে নেন ইরানকে। দুই মিনিট পর তৃতীয় গোল করেন সরদার আজমাউন এবং ৭৯তম মিনিটে কানানি তার জোড়া গোল করেন।

এর আগে শনিবার জর্ডানকে ৩-১ গোলে হারায় ইরান। আগের দিন পেনাল্টিতে জর্ডানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে ইরাক। সূত্র: তেহরান টাইমস