রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাতার বিশ্বকাপে পর্যটন সম্পর্ক বাড়াতে চায় তেহরান-দোহা

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২২ 

news-image
ফিফা বিশ্বকাপ চলাকালীন পর্যটন শিল্পকে কীভাবে সুবিধাজনক ভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে মত বিনিময় করেছে ইরান ও কাতার। বুধবার ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামি এবং কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী আবদুল রহমান বিন হামাদ বিন জসিম বিন হামাদ আল-থানি তেহরানে এক বৈঠকে মিলিত হয়ে এ বিষয়ে মত বিনিময় করেন।শুক্রবার মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপের সুযোগের সদ্ব্যবহার করে দুই দেশ পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং হস্তশিল্পের সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছে।বৈঠকে জারঘামি পরিকল্পনা ও সমন্বয় এবং বিশ্বকাপের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।
এছাড়াও, তিনি বিশ্বকাপকে ইসলাম এবং (পশ্চিম এশিয়া) অঞ্চল সম্পর্কে আরও জানার সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র: তেহরান টাইমস।