রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাজার যুগের রাজকীয় বাসভবন রূপান্তরিত হচ্ছে বুটিক হোটেলে

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২১ 

news-image

ইরানের রাজধানী তেহরানের উত্তরপশ্চিম আলবোর্জ পর্বত এলাকায় অবস্থিত একটি প্রাচীন বাসভবনকে বুটিক হোটেলে রূপান্তরিত করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের এই কাঠামোটি কাজার যুগে গ্রীষ্মকালীন একটি রাজকীয় বাসভবন ছিল। স্থাপনাটি বুটিক হোটেলে পরিণত করতে পুরোপুরিভাবে পুনরুদ্ধার করা হচ্ছে।

বাসভবনটি যে একসময় প্রাসাদ ছিল তা এখন দেখে বোঝা কঠিন। পাহাড়ের আশপাশের পাদদেশে শিকার করতে আসা কাজার সম্রাট ও তার সহযোগীদের আশ্রয় স্থল ছিল এটি।

স্মৃতিস্তম্ভটি তেহরান থেকে ৯০ কিলোমিটার দূরে আলবোর্জ প্রদেশের আসারা জেলার মনোরম গ্রাম শাহরেস্তানাকে অবস্থিত। সূত্র: তেহরান টাইমস।