শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাজান মুসলিম চলচ্চিত্র উৎসবে ইরানের ছয় ছবি

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৭ 

news-image

কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানের ছয়টি ছবি। উৎসবের এবারের ১৩তম আসর তাতরিস্তানের রাজধানী শহর কাজানে ৫ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

আয়োজকেরা ঘোষণা দিয়েছেন, উৎসবের ফিচার চলচ্চিত্র বিভাগে ইরানি চলচ্চিত্র নির্মাতা আমির পুরকিয়ানের ‘অফ-কি’ প্রতিদ্বন্দ্বিতা করবে। স্বল্পদৈর্ঘ্য বিভাগে দেখানো হবে দারিউশ নজফিগোল পরিচালিত ছবি ‘ভয়েস’।

ইরানি চলচ্চিত্র নির্মাতা ফারনাজ ও মোহাম্মাদ রেজা জুরাবচিয়ানের যৌথ পরিচালনার ছবি ‘অভাররুল্ড’ ও মেহদি জামানপুর কিয়াসারির ‘পাপেলি’ (বাটারফ্লাই) পূর্ণদৈর্ঘ্য প্রামাণিক চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

চলচ্চিত্র উৎসবে আরও প্রদর্শীত হবে স্বল্পদৈর্ঘ্য প্রামাণিক ছবি শাহরিয়ারের ‘লাইট, শ্যাডো, লাইফ’ এবং রেজা গোলামি-মোতলাকের ‘বখশি’।

মুসলিম চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ২৭টি দেশের ৬০টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে।

সূত্র: তেহরান টাইমস।