বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনায় কুয়েতে গেল ইরানের প্রথম কৃষিপণ্যের চালান

পোস্ট হয়েছে: মে ৪, ২০২০ 

news-image

করোনাভাইরাস মহামারির মধ্যে কুয়েতে গেল ইরানের কৃষি পণ্য, তাজা ফলমূল ও শাকসবজির প্রথম চালান। রোববার ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিওআই এর প্রধান হামিদ জাদবুম এই তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় কুয়েতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু প্রতিবেশী দেশ পণ্য আমদানির জন্য সীমান্ত বন্ধ করে দেয়।

উপশিল্পমন্ত্রী জানান, দুদিন আগে কৃষিপণ্য ভর্তি ৫শ টনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার কার্গো বুশেহর প্রদেশের দাইয়ার বন্দর থেকে কুয়েতের আল শায়খ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

মনোরম ও অনুকূল জলবায়ুর কারণে ইরানে চলতি বছর কৃষিপণ্য উৎপাদন আগের বছরের তুলনায় সন্তোষজনক অবস্থায় রয়েছে। বর্তমানে দেশটি প্রতিবেশী দেশগুলোতে এসব কৃষিপণ্য রপ্তানি করছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজিন্স