করোনাভাইরাসের ওপর ইরানে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা চালু করেছে ইরানের আর্ট ব্যুরো। ‘‘উই ডিফিট করোনাভাইরাস’’ স্লোগানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার আর্ট ব্যুরোর ভিজুয়াল আর্টস অফিসের পরিচালক মাসুদ শোজায়েই-তাবাতাবাই এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। যে কারণে আর্টস বুরো প্রতিযোগিতাটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা সবাই জানি এর আগেও অন্যান্য অনেক ভাইরাস দেখা দিয়েছে এবং বিশ্বে মহামারি আকারে তা ছড়িয়ে পড়েছে। তবে এসব ভাইরাস পরাজিতও হয়েছে। করোনাভাইরাসও পরাজিত হবে।
শোজায়েই-তাবাতাবাই বলেন, ইরানি জনগণের জানা উচিত, ইরান একমাত্র আক্রান্ত দেশ নয়। অনেক দেশই এই ভাইরাসটি মোকাবেলা করছে।
ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে আশাবাদী করে তোলা ও ভয় দূর করা বিষয়গুলো বড় ধরনের ভূমিকা রাখবে।
আগ্রহী কার্টুনিস্টদের তাদের শিল্পকর্ম আর্ট ব্যুরোতে ৩০ মার্চের পূর্বে জমা দিতে বলা হয়েছে। প্রতিযোগিতায় সহযোগিতায় রয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: তেহরান টাইমস।