করোনা মোকাবেলায় ভয় এক নাম্বার শত্রু: সুস্থ হয়ে ইরানি অ্যাথলেট
পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কঠিন অভিজ্ঞতা প্রকাশ করলেন ইরানি অ্যাথলেট ইহসান হাদাদি। সম্প্রতি তিনি কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার ২০১২ অলিম্পিক রোপ্যজয়ী এই চাকতি নিক্ষেপকারী বলেন, ‘‘শ্বাস নেয়া কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমি চেতনা হারায়নি। এই রোগটি মোকাবেলায় ভয় আপনার এক নাম্বার শত্রু। আপনি ভীত হয়ে পড়লে এটিকে পরাজিত করতে পারবেন না।’’
‘‘এই রোগটি মজা করার বিষয় নয়। আপনি যেই হোন না কেন আপনাকে বাসায় থাকতে হবে এবং পরামর্শগুলো গুরুত্বের সাথে পালন করতে হবে। কিছু মানুষ মনে করে এই ধরনের রোগ কেবল অন্যদের আক্রান্ত করে। কিন্তু এটা সত্য না। আপনি যেই হোন এবং যেখানেই থাকেন না কেন- এই রোগটি আপনাকে আক্রান্ত করতে পারে।’’ সূত্র: মেহর নিউজ এজেন্সি