মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা মোকাবেলায় ইরানের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২০ 

news-image

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ইরানের ফলপ্রসূ অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য অঞ্চলের অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর রিজিওনাল ইমারজেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেননান।

শনিবার হু পরিচালক বলেন, ইরান করোনাভাইরাস মোকাবেলায় গঠনমূলক প্রতিরোধ পদক্ষেপ নিয়েছে। তাই অঞ্চলের অন্যান্য দেশগুলো ইরানের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।

ইরানে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্য ব্যবস্থা সর্বাপেক্ষা শক্তিশালী। এই অঞ্চলের কিছু দেশ যুদ্ধে জর্জরিত এবং করোনাভাইরাস মোকাবেলায় এই অঞ্চলের দেশগুলোর নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা একে অপরের সাথে তুলনা করা যেতে পারে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি।