করোনা পরীক্ষার কিট গণউৎপাদনে প্রস্তুত ইরানি ফার্মগুলো
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১

করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে আরও সামনে এগিয়ে গিয়েছে ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও প্রযুক্তি ফার্মগুলো। রোববার মেহর নিউজ এজেন্সিকে ইরানের করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জাতীয় সদরদপ্তরের বিজ্ঞান কমিটির প্রধান ডা. মোস্তাফা গানেই একথা বলেন।
তিনি বলেন, দেশীয় সক্ষমতার ওপর নির্ভরশীলতার পরিকল্পনা অনুসারে তিনটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি কোভিড-১৯ শনাক্তকরণ কিট গণউৎপাদনে প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এখন এসব কোম্পানি প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় আছে।
তিনি আরও জানান, ফার্মগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি দেয়ার সঙ্গে সঙ্গে কিটের গণউৎপাদন শুরু করতে প্রস্তুত রয়েছে। প্রতিটি কোম্পানির দিনে ১০ লাখ কিট উৎপাদনের সক্ষমতা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।