শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ইরান

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২০ 

news-image

করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। এই তালিকায় ইরানের এক ধাপ পরে রয়েছে আমেরিকা। ইরানিয়ান ব্লাড ট্রান্সফিউসন অরগানাইজেশনের (আইবিটিও) সিইও পেইমান এশকি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তার সংস্থা কোভিড-১৯ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এমন রোগীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করছে এবং পরবর্তীতে এসব প্লাজমা গুরুতর করোনা রোগীদের থেরাপি হিসেবে দেয়া হচ্ছে।

এশকি বলেন, চীনের পর ইরান হলো দ্বিতীয় দেশ, যারা প্লাজমা থেরাপি শুরু করেছে। আমেরিকা ইরানের দশদিন পরে এই থেরাপি প্রক্রিয়া শুরু করে। সঙ্গত কারণেই দেশটি ইরানের চেয়ে এক ধাপ পেছনে রয়েছে।

এদিকে আইবিটিও এর মুখপাত্র বশির হাজি বেইগি জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন এমন ২ হাজার ৩৫০ জনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ৩১টি প্রদেশের ২২টিতে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের পরিকল্পা চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্লাজমা দানের সর্বোত্তম সময় সুস্থ হওয়ার অন্তত ১৪দিন পর। তবে ২৮দিন পর হলে আরও ভালো হয়। দাতাদের বয়স ১৮ থেকে ৬০ হতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি, তেহরান টাইমস।