করোনা চিকিৎসায় কার্যকর অ্যান্টিভাইরাল ওষুধ উৎপাদন করছে ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/11/3493531.jpg)
করোনা ভাইরাসের (কোভিড-১৯) একটি কার্যকর অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানি গবেষকরা। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন (আইএফডিএ) ওষুধটির অনুমোদন দিয়েছে।
শহিদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এবং তারবিয়াত মোদারেস ইউনিভার্সিটি থেকে ৪০ জন ইরানি গবেষকের একটি দল করোনা ভাইরাসের চিকিৎসায় কার্যকর ওই অ্যান্টিভাইরাল ওষুধটি সফলভাবে উদ্ভাবন করতে সক্ষম হয়েছে।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওষুধটি উল্লেখযোগ্য সংখ্যক রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে এবং ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন এটির অনুমোদন দিয়েছে। মেহর নিউজ।