শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনা: ইরানে পৌঁছলো বিদেশি পর্যটকদের প্রথম দল

পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২১ 

news-image

করোনাভাইরাস মহামারির মধ্যে বিদেশি পর্যটকদের জন্য ইরান ভ্রমণে নতুন নিয়মকানুন বেধে দেওয়ার পর দেশটিতে পৌঁছেছে বিদেশি পর্যটকদের প্রথম দল। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন নির্দেশনা মেনে পর্যটকদের দলটি এসেছে রুশ ফেডারেশন থেকে। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের পর্যটক বিষয়ক উপমন্ত্রী আলি আসগার শালবাফান শুক্রবার এক ট্যুইটে এই তথ্য জানান।তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় সদর দপ্তর পর্যটকদের জন্য ভিসা দেওয়ার বিষয়ে সমর্থন জানানোর পর রাশিয়া থেকে বিদেশি পর্যটকদের প্রথম কোনো দল ইরানে এসে পৌঁছেছে।মন্ত্রী যথাযথ আতিথেয়তা বজায় রেখে ইরানের ৩১টি প্রদেশে বিদেশি পর্যটকদের জন্য যেসব নতুন নির্দেশনা মেনে চলতে হবে তা তুলে ধরেন।ইরানে করোনাভাইরাস মহামারির পর প্রথম বিদেশি পর্যটক হিসেবে রুশ পর্যটকরা ইরান ভ্রমণ করছেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা ইরানের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।