কমস্টেক পুরস্কার জিতলেন তিন ইরানি পণ্ডিত
পোস্ট হয়েছে: মে ২৯, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/05/5007049.jpg)
২০২৩ সালে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) স্ট্যান্ডিং কমিটি অন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল কোঅপারেশন (সিওএমএসটিইসি এইচ-কমস্টেক)-এর পদার্থবিদ্যা, গণিত এবং সেরা পেটেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন তিনজন ইরানী পণ্ডিত। তারা ওআইসির এই সংস্থাটি থেকে লাইফ-টাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড জিতেছেন।
মৌলিক বিজ্ঞানে গবেষণার জন্য ইনস্টিটিউটের স্কুল অব ফিজিক্স থেকে ইয়াসামান ফারজানকে পদার্থবিজ্ঞানে লাইফ টাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির গাণিতিক বিজ্ঞান বিভাগের সাইদ আকবরি ফয়েজাবাদিকে গণিতে একই বিভাগের পুরস্কার দেওয়া হয়েছে। শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সোমায়েহষ কুহি সেরা পেটেন্ট পুরস্কার জিতেছেন।
ওআইসি কমেস্টিক এর ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, বিজয়ীদের একটি কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়।
প্রতিটি পুরস্কারের সাথে কমেস্টেক এর চেয়ারম্যান (ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের রাষ্ট্রপতি) স্বাক্ষরিত একটি শংসাপত্র, সম্মানের ঢাল এবং একটি নগদ পুরস্কার রয়েছে। সূত্র- তেহরান টাইমস