বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কক্ষপথে শহিদ সোলাইমানি স্যাটেলাইট পাঠাবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২৩ 

news-image

শীর্ষ সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নামানুসারে ইরানের প্রথম স্যাটেলাইট সিস্টেম প্রকল্পটি আগামী দুই বছরের মধ্যে কক্ষপথে স্থাপন করবে দেশটি। ইরানের মহাকাশ সংস্থার (আইএসএ) প্রধান হোসেইন সালারিয়ে মঙ্গলবার এই তথ্য জানান।

তিনি বলেন, তার সংস্থা যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে ইন্টারনেট অফ থিংসের (আইওটি) ক্ষেত্রে স্পেস স্টেশন পরিষেবা প্রদানের প্রচেষ্টার সাথে সামঞ্জস্য রেখে প্রথম দেশীয় ন্যারোব্যান্ড টেলিকমিউনিকেশন স্যাটেলাইটের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি তৈরি করেছে। সেই সাথে প্রাসঙ্গিক জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলিকে এই প্রকল্পে তাদের অবদান রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সূত্র: মেহর নিউজ