শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওয়ার্ল্ড সুপার সিক্সে টানা তৃতীয় জয় ইরানের

পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০১৮ 

news-image

ওয়ার্ল্ড সুপার ৬’ এর এবারের আসরে টানা তৃতীয় জয় পেয়েছে ইরানের জাতীয় ভলিবল টিম। শনিবার ইরানের উত্তরপশ্চিমের তাবরিজ শহরে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।

তাবরিজের সাদরা স্পোর্ট হলে প্রতিপক্ষ ইউক্রেনকে তিন সেটের সবগুলোতে হারিয়ে জয় ঘরে তোলে ইরানি টিম। ফার্সি স্কোয়াড প্রথম সেটে ২৫-১৪, দ্বিতীয় সেটে ২৫-১৮ ও তৃতীয় সেটে ২৫-১৮ সেটে প্রতিপক্ষদের পরাজিত করে। রোববার জার্মানির মুখোমুখি হবে ইরানের জাতীয় ভলিবল দল টিম মেল্লি।

এরআগে বৃহস্পতিবার ইরান প্রতিপক্ষ রাশিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। পরের দিন শুক্রবার বোসনিয়া ও হারজেগোভিনাকে ৩-২ সেটের ব্যবধানে পরাজিত করে পরপর দ্বিতীয় জয় ঘরে তোলেন তারা।

দুই বছর আগে ২০১৬ সালে রিও প্যারালিম্পিক গেমসের ফাইনালে বোসনিয়াকে পরাজিত করেছিল ইরানের ভলিবল টিম।

বিশ্ব ভলিবলের পুরুষদের সেরা ছয়টি জাতীয় টিম এবারের সুপার ৬ এ প্রতিদ্বন্দ্বিতা করছে। আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের এবারের দ্বিতীয় আসর ১৯ এপ্রিল শুরু হয়েছে, শেষ হবে ২৪ এপ্রিল। সূত্র: তেহরান টাইমস।