ওষুধ প্রস্তুত সংক্রান্ত প্রযুক্তি এবং অভিজ্ঞতা রফতানি করছে ইরান
পোস্ট হয়েছে: মে ২৬, ২০১৬
ইরান জৈব ওষুধ প্রস্তুত সংক্রান্ত প্রযুক্তি এবং অভিজ্ঞতা রফতানি করছে। ইরানের চিকিৎসা খাতে ব্যবহৃত জৈব পণ্য উৎপাদন এবং রফতানি সংস্থার পরিচালক আমির হোসেইন কারাগাহ্ বুধবার এ কথা জানিয়েছেন।
এ জাতীয় প্রযুক্তি রফতানির মধ্য দিয়ে ইরানের জৈব ওষুধ উৎপাদনের উচ্চ সক্ষমতাই ফুটে উঠেছে। বর্তমানে ইরান এ জাতীয় ওষুধ ও ওষুধ নির্মাণের প্রযুক্তি তুরস্ক, মালয়েশিয়া, প্রতিবেশী দেশ ইরাক, আর্মেনিয়া, কাখাকিজস্তান এবং রাশিয়াসহ বিভিন্ন দেশ রফতানি করছে।
গত কয়েক বছরে ইরান প্রায় এক ডজনের বেশি জৈব ওষুধ উৎপাদন করছে। এতে ইরান প্রায় ৭০ কোটি ডলারের বেশি পরিমাণে অর্থ বিদেশে যাওয়া প্রতিহত করতে পেরেছে।সূত্র: পার্স টুডে