মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওষুধ উৎপাদনে ৯৯ ভাগ স্বনির্ভর ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ 

news-image

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ওষুধ উৎপাদনে ৯৯ ভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।মোহাম্মদ হোসেন নিকনাম পূর্ব ভূমধ্যসাগরের জন্য হু আঞ্চলিক কমিটির (আরসি৭১) ৭১তম অধিবেশনের ফাঁকে ‘পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব’ শীর্ষক একটি অধিবেশনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান তার ওষুধের চাহিদার ৯৯ শতাংশ উৎপাদন করে এবং একতরফা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় বড় ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে। এসব পণ্যের উন্নত উৎপাদন ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানের গ্যারান্টি রয়েছে। সূত্র: মেহর নিউজ