শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ওমিক্রন শনাক্তের র‌্যাপিড টেস্ট কিট উৎপাদনকারী দেশের ক্লাবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২২ 

news-image

ইরানের একটি বিজ্ঞান-ভিত্তিক কোম্পানির প্রধান নির্বাহী বলেছেন, ইরান বিশ্বের কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা ওমিক্রন শনাক্তের র‌্যাপিড টেস্ট কিট তৈরি করতে সফল হয়েছে। এই প্রযুক্তির কিট উৎপাদনে তিনটি দেশের মধ্যে রয়েছে দেশটি।মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা এর সাথে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে বিজ্ঞান-ভিত্তিক কোম্পানির সিইও ড. সাজ্জাদ মোরাভেজি বলেন, ইরান বিশ্বের বিরল দেশগুলোর মধ্যে রয়েছে যারা দ্রুত ওমিক্রন শনাক্তকরণ কিট তৈরি করতে সক্ষম হয়েছে৷তিনি আরও বলেন, বর্তমানে এই কিটগুলো কোভিড-১৯ এর নতুন স্ট্রেন শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে এবং করোনাভাইরাসের অন্যান্য স্ট্রেনও শনাক্ত করতে পারে। এই কিটগুলোর সাহায্যে ১৫ মিনিটের মধ্যে একটি নতুন প্রজাতির কোভিড-১৯ শনাক্ত করা সম্ভব। সূত্র: মেহর নিউজ এজন্সি।