ঐতিহ্যবাহী অলঙ্কার নগরীর স্বীকৃতি পেল ইয়াজদ
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২৫

ঐতিহ্যবাহী ও হস্তনির্মিত অলঙ্কার নগরীর স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক শহর ইয়াজদ। বিশ্ব কারুশিল্প পরিষদ (ডব্লিউসিসি) আনুষ্ঠানিকভাবে এই মর্যাদা দিয়েছে। ইরানের জন্য এটিকে আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাংস্কৃতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এই মাইলফলক অর্জনের জন্য দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি-আমিরি দেশবাসীকে বিশেষ করে ইয়াজদের জনগণ এবং কারিগরদের অভিনন্দন জানিয়েছেন। এই স্বীকৃতিকে দেশের প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক সৃজনশীলতার মধ্যে গভীর সংযোগের একটি শক্তিশালী প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি।
‘‘এই স্বীকৃতি ইয়াজদের সমৃদ্ধ সাংস্কৃতিক ও শৈল্পিক সম্ভাবনার একটি স্পষ্ট প্রমাণ এবং ইরানের সাংস্কৃতিক ব্র্যান্ড এবং সামাজিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ‘ঐতিহ্য কূটনীতি’ কৌশলের কার্যকারিতা প্রতিফলিত করে’’ এক সংবাদ সম্মেলনে বলেন সালেহি-আমিরি। সূত্র: তেহরান টাইমস