বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ঐক্যের অভাবই মুসলিম দেশগুলোর সমস্যার মূল কারণ

পোস্ট হয়েছে: মার্চ ২৯, ২০১৬ 

news-image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম দেশগুলোর সমস্যার মূলে রয়েছে ঐক্যের অভাব। মুসলিম দেশগুলোর মধ্যে এধরনের অনৈক্য ইসলামি বিশ্বেরও সংকটের প্রধান কারণ। প্রেসিডেন্ট  রুহানি গত ২৬ মার্চ শনিবার তার দুই দিনের পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ঐক্যের অভাবে মুসলমানদের মধ্যে শিয়া ও সুন্নি উভয় মাজহাবের অনুসারীরা দুর্ভোগে পড়েছে। মুসলিম দেশগুলোর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত এব্যাপারে প্রয়োজনীয় শিক্ষা দেয়া। কারণ মুসলমানরা এধরনের সংকট কাটিয়ে উঠতে না পারলে তাদের সামনে আর কোনো বিকল্প নেই। তাই সামাজিকভাবে মুসলিম দেশগুলোর মধ্যে সেতু বন্ধন খুব জরুরি বলে মন্তব্য করেন রুহানি। সূত্র: ইরান ডেইলি