এশিয়ায় দ্বিতীয় অবস্থানে ইরান ফুটবল দল
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে এশিয়ায় দ্বিতীয় সেরা অবস্থান ধরে রেখেছে ইরান ফুটবল দল। ফিফার সর্বশেষ এই র্যাঙ্কিংয়ে বিশ্বে ২৯তম অবস্থানে রয়েছে দলটি। বৃহস্পতিবার এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা দল জাপান। বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটি ২৭তম অবস্থানে রয়েছে।
ইরানি ফুটবল দল মোট ১৪৯৬ পয়েন্ট নিয়ে বিশ্বে ২৯তম স্থান দখল করে। অন্যদিকে, জাপান মোট ১৫০২ পয়েন্ট নিয়ে এশিয়ার সেরা দলের মুকুট লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।