এশিয়ার সেরা ২০ অভিবাসী দেশের তালিকায় ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3630989-1.jpg)
২০১৯ সালে এশিয়ার শীর্ষ ২০টি অভিবাসী দেশের তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে ইরান। এছাড়া ২০১৮ সালে সর্বমোট উদ্বাস্তু ও শরণার্থী ধারণের দিক দিয়ে পঞ্চম অবস্থান লাভ করে দেশটি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম প্রকাশিত ‘২০২০ বিশ্ব অভিবাসন প্রতিবেদনে’ এই চিত্র উঠে এসেছে।
এসব অভিবাসীর বিপুল সংখ্যক লোক কাজ, পরিবার ও লেখাপড়ার জন্য আন্তর্জাতিকভাবে পাড়ি জমান। বর্তমান বৈশ্বিক জরিপ মতে, ২০১৯ সালে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ছিল ২৭ কোটি ২০ লাখ। যা জনসংখ্যার সাড়ে তিন শতাংশ।
২০১৮ সালে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দেয় তুরস্ক যার সংখ্যা ৩৭ লাখ। এদের মধ্যে সিরীয় শরণার্থীই ৩৬ লাখ। আর পাকিস্তান ও ইরান শরণার্থী আশ্রয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।