এশিয়ার সেরা ২শ’ বিশ্ববিদ্যালয়ে ইরানের ৮টি
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০১৬

ইরানের ৮টি বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ২শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। টাইমস হায়ার এডুকেশনের এবারের রেটিংএ এশিয়ার ২শ’ বিশ্ববিদ্যালয় স্থান পায়। ইরানের শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইরান ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, ইস্ফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি ও আমিরকাবির ইউনিভার্সিটি অব টেকনোলজি এশিয়ার ১শ’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। এ খবর দিয়েছে খবর অনলাইন।
তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স, খাজা নাসির তুসি ইউনিভার্সিটি অব টেকনোলজি, তেহরান ইউনিভার্সিটি ও শহীদ বেহেস্তী ইউনিভার্সিটি ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তালিকায় সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় রয়েছে শীর্ষে। চীন ও জাপানের ৩৯টি বিশ্ববিদ্যালয়, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার ২৪টি এবং ভারতের ১৬টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে। এছাড়া তুরস্ক, থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়া, সৌদি আরব, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের ২টি করে ও লেবানন, কাতার, ওমান, বাংলাদেশ, ম্যাকাও ও ইন্দোনেশিয়ার ১টি করে বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। সূত্র: তেহরান টাইমস