মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ৫ প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে: জুন ৭, ২০২০ 

news-image

এশিয়ার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যদিও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সেরা একশ’র এই তালিকায় জায়গা হয়নি। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ তাদের ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২০’ শীর্ষক এই তালিকাটি প্রকাশ করেছে। সোমবার এই খবর দিয়েছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা।

চারটি সূচকে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই-বাছাই করে থাকে টাইমস হায়ার এডুকেশন। এগুলো হলো শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), জ্ঞান সরবরাহ (নলেজ ট্রান্সফার) এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক)।

এবছর প্রথমবারের মতো চীন থেকে দুটি বিশ্ববিদ্যালয় মহাদেশের একেবারে শীর্ষ দুই প্রতিষ্ঠানের স্থান দখল করেছে। তালিকায় চীনের সিনহুয়া ইউনিভার্সিটি প্রথম ও পেকিং ইউনিভার্সিটি তৃতীয় স্থান লাভ করেছে।

টাইমস হায়ার এডুকেশনের ৩০টি দেশের ৪৮৯ বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় আবারো জাপানের সবচেয়ে বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় স্থা্ন পেয়েছে। এবার এশিয়ার সেরাদের তালিকায় দেশটির ১১০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

ইরানের ইসলামি ওয়ার্ল্ড সায়েন্স সিটেশন সেন্টারের (আইএসসি) প্রধান মোহাম্মাদ জাভাদ দেহকানি জানান, এবারের তালিকায় ইরানের ৪০টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। ইরান থেকে স্থান পাওয়া সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে নোশিরভানি ইউনিভার্সিটি অব টেকনোলজি, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, ও আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি তালিকায় প্রথম দিকে রয়েছে।

এরআগে টাইমস ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০১৯’ এ ইরানের ২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। গত বছর সেরা একশ বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় ইরানের ৪টি প্রতিষ্ঠানের নাম ছিল। এবছর সেখানে ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সূত্র: তেহরান টাইমস।