এশিয়ান মহিলা ভলিবলে মালদ্বীপকে হারালো ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০১৭

এশিয়ান সিনিয়র মহিলা ভলিবল চ্যাম্পিয়নশিপে প্রথম জয় নিশ্চিত করেছে ইরান। শুক্রবার ফিলিপাইনের মুন্তিনলুপায় প্রতিপক্ষ মালদ্বীপকে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ইরানের মহিলা ভলিবল দল।
এদিন মুন্তিনলুপা স্পোর্টস কমপ্লেক্সের পুল ডি ম্যাচে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ইরান। তিন সেটের খেলায় প্রথমটিতে ২৫-৪ পয়েন্টের ব্যবধানে, দ্বিতীয় সেটে ২৫-১৩ এবং তৃতীয় সেটে ২৫-১৪ পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে পরাস্ত করে ইরানি নারীরা।
প্রথম সেট খেলায় দারুণ খেলা উপহার দিতে থাকে ইরানের মহিলা দল। প্রতিপক্ষকে শূন্য পয়েন্টে ফেরত পাঠাতে গিয়েও একটুর জন্য তা আর হয়ে ওঠেনি। ব্যক্তিগত ভুলে চার পয়েন্ট চলে যায় মালদ্বীপের ঘরে। অনেকটা ধরাশায়ী হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। অতঃপর কিছুটা ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ১৩ ও ১৪ পয়েন্ট লাভ করে দেশটি।
ইরানি মহিলা ভলিবল দলের মিনা রুস্তা সবেচেয়ে বেশি পয়েন্ট ঘরে তুলেছেন। তিনি একাই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন। অন্যদিকে, ইরানের বিজয়ে মাহদিয়েহ খাজেহকোলায়ি, মাশা সাবেরি ও নেদা চ্যাম্পলানিয়ান ৮ পয়েন্ট করে যোগ করেছেন।
আগামী ১৪ আগস্ট পুল এইচ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ইরান।