বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান ভলিবলে চীন তাইপেকে হারাল ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ৮, ২০২০ 

news-image

এশিয়ান ভলিবল কনফেডারেশন (এভিসি) ২০২০ এ চীন তাইপেকে হারাল ইরান। মঙ্গলবার চীনের জিয়াঙমেনে চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে সবগুলি সেটে হারিয়ে দুর্দান্ত জয় ঘরে তোলে ফারসি স্কোয়াড। এভিসি বিজয়ীরা ২০২০ অলিম্পিক ভলিবলে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করবে।

আইগোর কোলাকোভিচের ছেলেরা এবার টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমেছে। পুল এ এর ওপেনে প্রতিপক্ষ চীন তাইপেকে ৩-০ (২৫-১৬, ২৫-১৭, ২৫-১৪) সেটে হারিয়ে অলিম্পিক যাত্রা সহজ করলো দলটি।

ইরানের পক্ষে সর্বোচ্চ স্কোর ১৪ পয়েন্ট করেন পুরিয়া ইয়ালি। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১০ পয়েন্ট করেছেন পুরিয়া ফায়ইয়াজি।  

এভিসি পুরুষ দলের প্রতিযোগিতায় আটটি দল দুটি রাউন্ড-রবিন পুলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২ জানুয়ারি সেমিফাইনাল পাড়ি দিয়ে ফাইনালে অংশগ্রহণকারী দল অলিম্পিকের টিকিট নিশ্চিত করবে।

সূত্র: ইরান ডেইলি।