মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান ইয়ুথ ক্লাইম্বিংয়ে ইরানের দারাবিয়ানের তিন মেডেল

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯ 

news-image

এশিয়ান ইয়ুথ স্পোর্টস ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপে তিনটি মেডেল জয় করেছেন ইরানি নারী অ্যাথলেট মাহিয়া দারাবিয়ান। চ্যাম্পিয়নশিপের এবারের আসর অনুষ্ঠিত হয় ভারতের বেঙ্গালুরুতে।

রোববার এশিয়ান ইয়ুথ স্পোর্টস ক্লাইম্বিং  চ্যাম্পিয়নশিপে মেয়েদের স্পিড ক্যাটাগরিতে একটি স্বর্ণপদক জিতেন দারাবিয়ান। এরআগে বুল্ডারিংয়ে তিনি আরেকটি সোনার মেডেল লাভ করেন এবং লিড ক্যাটাগরিতে লাভ করেন একটি রুপার মেডেল।

বুল্ডারিংয়ে দারাবিয়ান ছাড়াও ইরানের পক্ষে আরেকটি স্বর্ণপদক জয় করেন ইরানি নারী অ্যাথলেট রাহি রামেজানি।
২০১৯ এশিয়ান ইয়ুথ স্পোর্টস ক্লাইম্বিং  চ্যাম্পিয়নশিপ ভারতের বেঙ্গালুরুতে শুরু হয় ১২ ডিসেম্বর। টুর্নামেন্টের পর্দা নামে ১৫ ডিসেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।