শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া অলিম্পিক বাছাইপর্বে স্বর্ণজয় দুই ইরানি কুস্তিগীরের

পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০২১ 

news-image

এশিয়া অলিম্পিক বাছাইপর্বে স্বর্ণপদক জিতল ইরানের দুই গ্রেকো-রোমান কুস্তিগীর। সেই সাথে আসন্ন টোকিও অলিম্পিকে কোটা লাভে সক্ষম হয়েছেন এই দুই অ্যাথলেট।

ইরানি কুস্তিগীর মোহাম্মাদরেজা গেরায়েই ৬৭ কেজি ওজন-শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। এই বিভাগে তিনি দক্ষিণ কোরিয়ার হানসু রাইয়ুকে ৯-০ পয়েন্টে পরাজিত করেন। শুক্রবার কাজাখস্তানের আলামাতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইরানের পক্ষে অপর স্বর্ণপদক জিতেন মোহাম্মাদহাদি সারাভি। তিনি কিরগিস্তানের এশীয় চ্যাম্পিয়ন উজুর ডিঝুজুপবেকোভকে ১০-০ পয়েন্টে হারিয়ে সহজ জয় ঘরে তোলেন।
 
এরআগে ইরানি এই দুই অ্যাথলেট সেমিফাইনাল ম্যাচে জয় লাভের মধ্য দিয়ে টোকিও অলিম্পিকে নিজেদের জায়গা নিশ্চিত করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।