এশিয়া প্যাসিফিক গোলবল চ্যাম্পিয়নশিপে ইরান রানার্স আপ
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২২

এশিয়া প্যাসিফিক গোলবল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে ইরান। শুক্রবার আন্তর্জাতিক অন্ধ ক্রীড়া ফেডারেশন (আইবিএসএ) ২০২২ গোলবল এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইরান জাপানের কাছে ৮-৭ গোলে হেরে দ্বিতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতাটি ২০ থেকে ২৯ জুলাই বাহরাইনের আইএসএ স্পোর্ট সিটিতে অনুষ্ঠিত হয়। ইরানের নারী দল প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক জিতেছে। ২০১৮ সালে সুইডেনের মালমোতে সর্বশেষ গোলবল বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের পর ব্রাজিল হল বর্তমান পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়ন এবং রাশিয়া বর্তমান নারী বিশ্ব চ্যাম্পিয়ন। আগামী ৫ থেকে ১৭ ডিসেম্বর পর্তুগালের মাতোসিনহোসে গোলবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইম।