এভিসি কাপে ইরানি নারীদের দ্বিতীয় জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৮
এশিয়ান ভলিবল ফেডারেশন (এভিসি) মহিলা কাপে পরপর দুই ম্যাচে জয় লাভ করল ইরান। সর্বশেষ সোমবার এভিসি কাপের এবারের ষষ্ঠ আসরের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ফিলিপাইনের বিরুদ্ধে জয় ঘরে তোলে ফার্সি মেয়েরা।
থাইল্যান্ডে সোমবার চলমান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইরানের মহিলা ভলিবল টিম প্রতিপক্ষকে ৩-২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। এর আগে রোববার এভিসি কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কাজাখস্তানকে পরাজিত করে দেশটি।
ইরানি স্কোয়াড দ্বিতীয় ম্যাচের খেলায় ফিলিপাইনের কাছে প্রথম ও তৃতীয় সেটে যথাক্রমে ২৯-২৭ ও ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে হারে। আর দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম সেটে যথাক্রমে ২৫-১৬, ২৫-১২ ও ১৫-১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ জিতে নেয় ইরানি মেয়েরা।
থাইল্যান্ডের নাখন রাতচাসিমায় ১৬ সেপ্টেম্বর এভিসি মহিলা কাপের এবারের ষষ্ঠ আসরের পর্দা ওঠে। দশ দিনব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ সেপ্টেম্বর। এভিসি মহিলা কাপে ইরান গ্রুপ সি তে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই গ্রুপে দেশটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে কাজাখস্তান, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইরানের নারী ভলিবল খেলোয়াড়রা।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।