বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবার ভিয়েতনামে পুরস্কার জিতল ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’

পোস্ট হয়েছে: মে ১৬, ২০২৩ 

news-image

ভিয়েতনামে অনুষ্ঠিত ডা নাঙ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের (ডিএএনএএফএফ) প্রথম পর্বে জুরি পুরস্কার জিতেছে ইরানি ডার্ক কমেডি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ । একই সাথে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন চলচ্চিত্রটির তারকা মহসেন তানাবন্দে। আয়োজকরা শনিবার এই ঘোষণা দেন।

হুমান সেয়েদি পরিচালিত ছায়াছবিতে তানাবন্দে শাকিবের চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।

দিনমজুর শাকিবকে ঘটনাক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত একটি ছবিতে এক্সট্রা হিসেবে অভিনয়ে নামতে হয় এবং হিটলারের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অসুস্থ হয়ে পড়লে সেই চরিত্রে তাকে নামিয়ে দেওয়া হয়। তবে আরও কিছু ঘটনার আবর্তে বিশাল সমস্যায় নায়ককে শেষ পর্যন্ত পড়তে হয়েছে। ছবির পরিচালক হুমান সেয়েদি হচ্ছেন ইরানের চলচ্চিত্র জগতের পরিচিত এক অভিনেতা।

৭৯তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেতার জন্য তানাবান্দে অরিজন্তি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ছবিটি সেরা চলচ্চিত্রের জন্যও অরিজন্তি পুরস্কার জিতে।

ডা নাঙ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ভিয়েতনামের পরিচালক হা লে দিমের “চিলড্রেন অব দ্য মিস্ট” সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।