শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবছরের শেষ নাগাদ করোনা ভ্যাকসিন বানাবে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) করোনাভাইরাস কোভিড-১৯ এর টিকা বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইরান। এমন তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন দপ্তরের মহাপরিচালক হোসেইন ভাতানপুর। সোমবার তিনি এই তথ্য জানান।

ভাতানপুর জানান, বেশ কিছু সংখ্যক ইরানি বিজ্ঞানভিত্তিক কোম্পানি করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। বছরের শেষ নাগাদ এসব কোম্পানির মধ্য থেকে একটি তাদের সফলতা উপহার দেবে।

তিনি আরও জানান,  ইরানি এইচপিভি এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও  তৈরি করা হবে এবং এবছরের শেষ নাগাদ এসব টিকা বাজারে পাওয়া যাবে।

গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন দপ্তরের মহাপরিচালক বলেন, ভ্যাকসিন উৎপাদনের পরিবেশ ও এর কার্যকারিতা দুটি গুরুত্বপূর্ণ বিষয়। ভ্যাকসিন উৎপাদন পরিবেশ বিচ্ছিন্ন হওয়া উচিত, করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির জন্য এই বিচ্ছিন্ন প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: মেহর নিউজ এজিন্স।