এপিতে প্রথম পদক বিজয়ী ইরানি নারী বাখতি
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২২
প্রথম ইরানি নারী হিসেবে ইপিতে পদক জিতেছেন আজম বাখতি। ফেন্সার ২০২১ সালের ইসলামিক সলিডারিটি গেমসে মঙ্গলবার নারীদের ইপি ইন্ডিভিজুয়ালে তিনি ব্রোঞ্জপদক জিতেছেন।
তুরস্কের আলেনা এরতুর্ক ফাইনাল ম্যাচে তিনি উজবেকিস্তানের শাহজোদা এগাম্বারদিভাকে হারিয়েছেন।
তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত গেমসে ৫৬টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেন। ১৯টি স্পোর্ট এবং চারটি প্যারা স্পোর্টসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।