‘এন্ড অব দি রোড’ যাচ্ছে রোমানিয়ার চলচ্চিত্র উৎসবে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৪, ২০১৯
ইরানের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘এন্ড অব দি রোড’ পরিচালনা করেছেন সোরান রাহিমি। তার এই চলচ্চিত্রটি ২৩তম সিনেমা আইবিট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভালে অংশ নিচ্ছে। কুর্দিস্তান প্রদেশের এক গাড়ি চালক গাড়ি চালাতে চালাতে তার জীবন বিশ্বাস ও মতাদর্শ নিয়ে নতুন পথের সন্ধান পান। বুখারেস্টে এই চলচ্চিত্রটি দর্শকদের মাঝে সাড়া জাগাবে বলে আশা করা হচ্ছে।
বুখারেস্টের এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব থিয়েটার অ্যান্ড ফিল্ম ‘আইএল ক্যারাগিয়াল’ ও সিনেমা আইবিট ফাউন্ডেশন। ছাত্র, কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে চলচ্চিত্র সম্পর্কে ধারণা সৃষ্টি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগসূত্র গড়ে তোলার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব আয়োজনের জোর প্রস্তুতি চলছে। মেহর