এএফসি ফুটসালের উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরান বুধবার গ্রুপ সি-তে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৫-০ জয়ের মধ্য দিয়ে ২০২২ এএফসি ফুটসাল এশিয়া কাপ শুরু করল।
সাইদ আহমেদ আব্বাসি ম্যাচের প্রথমার্ধে ইরানের হয়ে গোলের শুভ সূচনা করেন এবং মাহদি আসাদশির ও মোসলেম ওলাদঘোবাদও পরপর দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে আহমেদ আব্বাসী তার দ্বিতীয় গোলটি করেন। হোসেইন তাইয়েবির গোলে স্কোরবোর্ড ৫-০ তে গিয়ে দাঁড়ায়। ইরান যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর চাইনিজ তাইপে ও লেবাননের মুখোমুখি হবে।প্রতিযোগিতাটি ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কুয়েতে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।