বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এএফসি ফুটসাল কাপের বাছাইপর্বে কিরগিজস্তানকে হারাল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০২২ 

news-image

ইরানের জাতীয় ফুটসাল দল মঙ্গলবার এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে কিরগিজস্তানকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উঠে এসেছে।ইরানের জাতীয় ফুটসাল দল কিরগিজস্তানের রাজধানী বিশকেকের গাজপ্রম হলে এশিয়ান ফুটসাল কাপের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে স্বাগতিক কিরগিজ দলের বিপক্ষে মাঠে নামে। কিরগিজস্তানের বিরুদ্ধে ৮-১ গোলের দুর্দান্ত জয়ে ফাইনালে উঠে আসে ফারসি বাহিনী।এরআগে ইরানের জাতীয় ফুটসাল দল রবিবার মালদ্বীপের বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ১৭-০ গোলে জয় লাভ করে। এরপর সোমবার দ্বিতীয় ম্যাচে দলটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে তুর্কমেনিস্তান দলের বিপক্ষে জয় ছিনিয়ে আনে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।