শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তর ইরানে ২১ ইকো-লজ ইউনিটের উদ্বোধন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ 

news-image

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে সম্প্রতি ২১টি ইকো-লজ ইউনিট উদ্বোধন করা হয়েছে। রোববার একজন স্থানীয় কর্মকর্তা এই তথ্য জানান।

রেজা হাসানপুর নামে ওই কর্মকর্তা বলেন, উল্লিখিত ইকো-লজ ইউনিটগুলো নির্মাণে মোট ৬০০ বিলিয়ন রিয়াল (১৪ দশমিক ২ মিলিয়ন ডলার) বরাদ্দ দেয়া হয়। আশা করা হচ্ছে, ইকোলজগুলো এ অঞ্চলে পর্যটন বিকাশে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ইকোলজ ইউনিটগুলো নির্মাণ করায় স্থানীয়ভাবে আনুমানিক ১০০ জনের সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। চলতি ইরানি বছরের শেষ নাগাদ আরও দশটি ইকোলজ ইউনিট চালু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।